• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

যেভাবে গ্রাহকের টাকা ফেরত দেবে জানালো ইভ্যালি

প্রকাশিত: ১৮:২৮, ৬ অক্টোবর ২০২২

আপডেট: ১৮:৩৭, ৬ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
যেভাবে গ্রাহকের টাকা ফেরত দেবে জানালো ইভ্যালি

আবারও ফিরে আসছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। নানান জটিলতার কারণে প্রায় এক বছর বন্ধ ছিল প্রতিষ্ঠানটি। তবে জটিলতার অবসান ঘটিয়ে কার্যক্রম আবার শুরু করছে তারা। এখন গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় হাত দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন জানিয়েছেন, গ্রাহকদের দেনা পরিশোধে সবচেয়ে বেশি প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ। আগামী একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে পারলে বিনিয়োগ পাওয়া সম্ভব। অর্থাৎ এক বছর ব্যবসা করে এরপর গ্রাহকের টাকা ফেরত দিতে চায় ইভ্যালি।

আরও পড়ুন: ২০০১ সালের নির্বাচনে হারের কারণ জানালেন প্রধানমন্ত্রী

No description available.

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন ই-ভ্যালির  চেয়ারম্যান শামীমা নাসরিন। গ্রাহকের টাকা ফেরত দিতে একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে চায় ইভ্যালি

তিনি আরও জানান,  দেনা পাওনার পূর্ণাঙ্গ হিসাব করতে সার্ভার ওপেন করতে হবে। আর সার্ভার ওপেন করতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে প্রয়োজন।

ইভ্যালি মানিলন্ডারিং করার মতো কোনো অপরাধ করেনি। টাকা পাচারের উদ্দেশ্যে আমরা দুবাইও যাইনি বলে মন্তব্য করেন শামীমা নাসরিন।

আরও পড়ুন: নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, তাকে নিয়ে তো কথা হচ্ছে না: শাকিব খান

বিভি/এজেড

মন্তব্য করুন: