ডিএসই টাওয়ার হবে দেশের অন্যতম ফাইন্যান্সিয়াল হাব:এমডি

পুঁজিবাজারের অন্যতম স্টেকহোল্ডার ব্রোকারেজ হাউজ, বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড এবং করপোরেট সংস্থার সমন্বয়ে ডিএসই টাওয়ার বাংলাদেশের অন্যতম একটি ফাইন্যান্সিয়াল হাবে পরিণত হয়েছে। বাংলাদেশের এই অন্যতম ফাইন্যান্সিয়াল হাবে ওয়ান ব্যাংকের কার্যক্রম শুরু এক প্রশংসনীয় উদ্যোগ।
বুধবার (২৮ ডিসেম্বর) ওয়ান ব্যাংক লিমিটেড ডিএসই টাওয়ারে উপ-শাখার উদ্বোধন করে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ একথা বলেন।
এছাড়াও তিনি ডিএসই’র পক্ষ থেকে ব্যাংকটিকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ওয়ান ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুনজুরুল আলম চৌধুরীসহ ব্যাংকটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: