• NEWS PORTAL

  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫

এবার বৈশ্বিক প্রবৃদ্ধির কথা বলছে আইএমএফ

প্রকাশিত: ১৪:০৩, ৩১ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৪:০৬, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
এবার বৈশ্বিক প্রবৃদ্ধির কথা বলছে আইএমএফ

ছবি: ফাইল ফটো

এর আগের পূর্বাভাসে বৈশ্বিক মন্দার আভাস দিলেও সে অবস্থান থেকে সরে এসেছে আন্তর্জাতিক মূদ্রা তহবিল- আইএমএফ। সোমবারে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে দুই দশমিক ৯ শতাংশ।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ায় আর চীন করোনা বিধিনিষেধ শিথিল করায় আগের ধারণার চেয়ে প্রবৃদ্ধির পরিমাণ বৃদ্ধির আশা করছে আইএমএফ। হালনাগাদ প্রতিবেদনে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ইতিবাচক পূর্বাভাস দেয়া হয়েছে। তবে জি-সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংকোচন হবে কেবল যুক্তরাজ্যে। অন্যদিকে, প্রায় স্থিতিশীল থাকবে জার্মানি ও ফ্রান্সের অর্থনীতি। এ বছর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে এক দশমিক চার শতাংশ। গত অক্টোবরে চলতি বছর দুই দশমিক সাত শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ।

তবে মূল্যস্ফীতি নিয়ে আশার কথা শুনিয়েছে আইএমএফ। তারা বলেছে, ২০২৩ সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতির হার কমে ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে—২০২২ সালে যা ছিল ৮ দশমিক ৮ শতাংশ। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2