• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ইডিএফ ঋণের সুদহার বেড়েছে 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:০০, ১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ইডিএফ ঋণের সুদহার বেড়েছে 

বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং ঋণ ব্যয়বহুল করতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণের জন্য সুদহার শূন্য দশমিক ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক একথা জানায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উৎপাদনকারী-রপ্তানিকারকদের ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রায় ঋণের জন্য বার্ষিক সাড়ে ৪ শতাংশ সুদ দিতে হবে। এতোদিন যা ছিলো ৪ শতাংশ। 

এ সিদ্ধান্তে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৩ শতাংশ সুদে ঋণ দেবে কেন্দ্রীয় ব্যাংক। যা আগে ছিল ২ দশমিক ৫ শতাংশ। 

রপ্তানিকারকদেরকে বৈদেশিক মুদ্রায় ঋণ দেওয়ার জন্য রিজার্ভ থেকে ৭ বিলিয়ন ডলারের ইডিএফ গঠন করা হয়েছে। রপ্তানিকারকরা তাদের রপ্তানি আয় থেকে সাড়ে ৪ শতাংশ সুদে ২৭০ দিন পর্যন্ত সময় পাবেন ঋণ পরিশোধ করতে।

খাত সংশ্লিষ্টরা ডলারে ইডিএফ লোনের পরিমাণ কমানোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা স্বস্তি পেলেও ব্যাংক খাতে ডলারের বাড়তি চাহিদা তৈরি হবে বলে মনে করছেন। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2