• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মার্জিন লোনের কারণেই ক্ষতির মুখে পুঁজিবাজার

প্রকাশিত: ১৫:০৩, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মার্জিন লোনের কারণেই ক্ষতির মুখে পুঁজিবাজার

উৎপাদনশীল খাত না হলেও শেয়ারবাজারে বিনিয়োগে সুদের হার ১৬ শতাংশের কাছাকাছি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, মার্জিন লোনের কারণেই ব্যক্তি বিনিয়োগকারীর সাথে ক্ষতি হচ্ছে পুরো পুঁজিবাজার। পুঁজিবাজারকে মার্জিন লোন থেকে বের করতে না পারলে, অস্থিরতা কখনোই কাটবে না বলেও মনে করেন বিশ্লেষকরা।

১৯৯৬ বাদ দিলেও ২০১০ সালে শেয়ারবাজারের ধসের স্মৃতি বিনিয়োগকারীদের কাছে এখনো জ্বলজ্বলে। বলা হয়-ওই সময় পর্যাপ্ত সংখ্যক ভালো কোম্পানি না থাকলেও বেলুনের মতো ফুলিয়ে তোলা হয়েছিলো বাজারকে। আর এর পেছনে অতিরিক্ত মার্জিন লোনের প্রবাহ কাজ করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। কারণ সে সময় নিয়মের বাইরে কোনো কোনো প্রতিষ্ঠান লোন দিয়েছিলো। 

তথ্য বলছে, ২০১০ সালের দিকে বাজারে মার্জিন লোন ছিলো ৮ হাজার সাতশ' ৭৬ কোটি টাকা। আর এখন বাজারে মার্জিন লোন রয়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি।

বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারের মতো অস্থির জায়গায় মার্জিন লোনকে নিরুৎসাহিত করা উচিত। এর জন্য বিনিয়োগকারীদের সচেতনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা।  

ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে স্থিতিশীল পুঁজিবাজার বেশি জরুরি বলছেন বাজার বিশ্লেষকরা।  


 

বিভি/রিসি

মন্তব্য করুন: