• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দেশে তৈরি অটোরিকশা বাজারে আসছে শনিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
দেশে তৈরি অটোরিকশা বাজারে আসছে শনিবার

ইঞ্জিনের কিছু উপাদন ছাড়া দেশে উৎপাদিত ৭০ শতাংশ যন্ত্রাংশে তৈরি প্রথম ৩ চাকার অটোরিকশা বাজারে আনছে রানার। আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এ অটো রিকশা বিক্রি শুরু হবে। এতে রানার সহযোগিতায় ছিলো ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটোর। তারা এ অটো রিকশা তৈরিতে ইঞ্জিনের কিছু প্রযুক্তিগত সহযোগিতায় দিয়েছে। 

কোনো দেশ যদি একটি গাড়ির অন্তত ৩০ শতাংশ উপাদান স্থানীয়ভাবে উৎপাদন করে থাকে তাহলে সেটাকে সে দেশের তৈরি গাড়ি বলে ধরা হয়। সেই হিসাবে রানারের তৈরি এ অটো রিকশাটিকে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রডাক্ট বলা যায়। 

ময়মনসিংহের ভালুকায় রানার কারখানায় অটোরিকশাটির উৎপাদন প্রক্রিয়া তত্ত্বাবধান করেন বাজাজের একটি বিশেষজ্ঞ দল। তারা অটোরিকশাটি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখেন, সেটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং কমপ্রেসড ন্যাচারাল গ্যাসে (সিএনজি) চলতে সক্ষম বলে জানিয়েছে অটো রিকশা নির্মাতা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

রানারের কর্মকর্তারা জানান, আমদানি করা গাড়ির তুলনায় এটির দাম অন্তত ১৫ শতাংশ কম পড়বে। বর্তমানে আমদানি করা প্রতিটি অটোরিকশার দাম প্রায় ৬ লাখ টাকা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মতে, গত ১২ বছরে দেশে গড়ে প্রায় ১৬ হাজার ৫০০ থ্রি-হুইলার নিবন্ধিত হয়েছে। ৩০০ কোটি টাকা ব্যয়ে ৯.২ একর জমিতে গড়ে ওঠা কারখানাটিতে প্রতিবছর প্রায় ৩০ হাজার গাড়ি উৎপাদন করে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিও করতে পারবে প্রতিষ্ঠানটি। এছাড়া প্রতিষ্ঠানটির মাধ্যমে ৩০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘আমি বিশ্বাস করি এই প্ল্যান্টটি দেশের অটোমোবাইল সেক্টরে বিপ্লব ঘটাতে সহায়তা করবে। পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি সরকারের নীতিগত সহায়তা থাকলে সারা বিশ্বে এখন থেকে গাড়ি বিক্রি করা যাবে।’

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2