• NEWS PORTAL

  • বুধবার, ১৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

প্রকাশিত: ১২:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এনিয়ে ৭০ বার মামলাটি পেছানো হয়েছে। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আগামী ৪ এপ্রিল নতুন দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: