• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

পাটকে কৃষিপণ্য ঘোষণা করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
পাটকে কৃষিপণ্য ঘোষণা করেছে সরকার

সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পাট উৎপাদন, বিপণন ও রপ্তানিতে অন্যান্য কৃষিপণ্যের মতো সরকারি সুবিধা পাবে। 

বুধবার (১ মার্চ) পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

২০১৬ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেন। গত ৯ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

কর্মকর্তারা বলছেন, দেশ-বিদেশে পাটের ব্যবহার অনেক বেড়েছে। ফলে পাট নিয়ে সম্ভাবনার অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতেই পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এতো দিন এটা কৃষিপণ্যের তালিকায় ছিল না।

পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা দেয়ায় এখন থেকে কৃষি ঋণের মধ্যে পাট যুক্ত হবে বলে কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2