• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রোজার আগেই কমলো সোনার দাম, রাত পোহালেই কার্যকর

প্রকাশিত: ২০:২৬, ২১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রোজার আগেই কমলো সোনার দাম, রাত পোহালেই কার্যকর

ফাইল ছবি

ভরিতে একলাফে ৭ হাজার টাকা বাড়ায় প্রতি ভরি সোনার দাম হয়েছিল ৯৮ হাজার ৭৯৪ টাকা। তবে কয়েকদিনের ব্যবধানে হঠােৎই কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ১১৬৭ টাকা কমিয়ে নতুন দাম ঠিক করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এখন প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৬২৭ টাকা। 

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় নতুন মূল্যের ঘোষণা দেয় বাজুস। একই সঙ্গে বলা হয় সোনার নতুন দাম আগামীকাল বুধবার (২২ মার্চ) থেকে কার্যকর করা হবে।

এর আগে দে‌শে সোনার দাম সর্বকালের সব রেকর্ড ভেঙেছিল। ভরি প্রতি সোনা ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত ১৯ মার্চ নতুন দাম নির্ধারণ হওয়ার ৪ দিনের মাথায় কমানোর ঘোষণা দিলো বাজুস।

মঙ্গলবার ( ২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভি/এইচএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2