• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পুঁজিবাজারে জালিয়াতি

ইউনিভার্সাল ফিন্যান্সিয়াল সলিউশনস এমডি’র বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত বিএসইসি’র

প্রকাশিত: ১৯:৫৫, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ২০:২৯, ২৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ইউনিভার্সাল ফিন্যান্সিয়াল সলিউশনস এমডি’র বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত বিএসইসি’র

ইউনিভার্সাল ফিন্যান্সিয়াল সলিউশনস লিমিটেড

পুঁজিবাজারে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিভার্সাল ফিন্যান্সিয়াল সলিউশনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীরসহ তার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মার্চ)  বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম  এতথ্য নিশ্চিত করেছেন। 

ভুয়া লেনদেন ও আর্থিক প্রতিবেদনে কারসাজির মাধ্যমে এ আত্মসাতের ঘটনা ঘটানো হয়।

জানা গেছে, শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড বা তহবিল থেকে চারটি মিউচুয়াল ফান্ডে জমা থাকা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের প্রায় ১৫৮ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছেন ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি।

২০১৮ সাল থেকে তহবিল থেকে অর্থ সরিয়ে নেন ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস (ইউএফএস) নামের সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর।

বিভি/এইচএস

মন্তব্য করুন: