রিজার্ভ চুরি মামলা নিয়ে নতুন তথ্য দিলেন সাবেক গর্ভনর ফজলে কবির

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির জানিয়েছেন, রিজার্ভ চুরির মামলা জয়ের পথে রয়েছে বাংলাদেশ।
শনিবার (২৭ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত আবুল মাল আব্দুল মুহিতের স্বরণ সভায় তিনি এসব কথা বলেন।
ফজলে কবির বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। ইংরেজি সাহিত্যে তার পাণ্ডিত্য ছিলো। তিনি একজন বড় অর্থনীতিবিদ ছিলেন। একইসঙ্গে তিনি লেখক, সিভিল সার্ভেন্ট ও রাজনীতিবিদ ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ অবদান রেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি সবক্ষেত্রে সহযোগিতা করেছেন।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সেই টাকা রক্ষিত ছিল। সেখান থেকে টাকা চুরি করে ফিলিপিনে নিয়ে যাওয়া হয়। পরে এসব ঘটনায় সেখানে বেশ কয়েকটি মামলা হয়েছে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: