• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্থানীয় সরকার বিভাগ খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

বাসস

প্রকাশিত: ১৭:৩২, ১ জুন ২০২৩

আপডেট: ১৭:৩৩, ১ জুন ২০২৩

ফন্ট সাইজ
স্থানীয় সরকার বিভাগ খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগ খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাব করা হয়েছে ৪৬ হাজার ৭০৪ কোটি টাকা। আর গত ২০২২-২৩ অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৪১ হাজার ৭০৭ কোটি টাকা। 

তবে সংশোধিত বাজেটে যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৪৫ হাজার ২০২ কোটি টাকা। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ খাতে ৪৬ হাজার ৭০৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৪১ হাজার ৭০৭ কোটি টাকা।’

তিনি আরো বলেন, স্থানীয় সরকার বিভাগের জন্য উন্নয়ন ব্যয় হিসেবে ৪০ হাজার ৫০৪ কোটি এবং অনুন্নয়ন ব্যয় হিসেবে ৬ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2