• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নোবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মদিন উদযাপন  

ফজলে এলাহী ফুয়াদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ১২:১২, ৯ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
নোবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মদিন উদযাপন  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সারা দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। 

মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আয়োজনের সূচনা করা হয়েছে। সন্ধ্যায় আলোচনা সভা, আলোকচিত্র প্রদশর্ন,‌ হলের কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা  এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মহিনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস এর পরিচালক অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. মোঃ রফিকুল ইসলামসহ ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির পিতার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। এজন্য তাকে জীবনে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু তিনি কখনো বিচলিত হননি। এই দিনে আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2