• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিএনপির ডাকা হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ১৯ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বিএনপির ডাকা হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ডাকা ২য় দফায় ৪৮ ঘণ্টা হরতালের ১ম দিনে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময়, তারা আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিলকে অবৈধ আখ্যা দিয়ে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। 

ছাত্রদল নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, 'আমরা বর্তমানে ফ্যাসিবাদী অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রতিজ্ঞাবদ্ধ।'

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহক্রীড়া সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক সাইফ আল হাসান, একই হলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল আমিন তমাল, মীর মশাররফ হোসেন হল ছাত্রনেতা মিজানুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রনেতা সাব্বির আহমেদ, ছাত্রনেতা সালমান আহম্মেদ, মেহেদী হাসান প্রমুখ নেতাকর্মী। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2