নতুন পাঠ্যক্রম নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: দীপু মনি
শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন পাঠ্যক্রম নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় সারা দেশের ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ লাখ বই বিতরণ অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন।
মন্ত্রী বলেন, ব্যক্তি ও গোষ্ঠি স্বার্থে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। অভিভাবকদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
অভিভাবকদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে পাঠ্যক্রম সাজানো হয়েছে। মুখস্ত বিদ্যা থেকে বেরিয়ে আসা হয়েছে। যাতে শিক্ষার্থীরা সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে।
বিভি/রিসি
মন্তব্য করুন: