• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষকের স্থায়ী অব্যাহতি চেয়ে আন্দোলন চলমান

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৩:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
চবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষকের স্থায়ী অব্যাহতি চেয়ে আন্দোলন চলমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে স্থায়ীভাবে অব্যাহতির দাবি জানিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) আন্দোলনের পঞ্চম দিনে দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আন্দোলন করছেন।

গত বৃহস্পতিবার থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা জানান, ওই শিক্ষককে স্থায়ী অব্যাহতি না দেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। গত ৩১ জানুয়ারি রসায়ন বিভাগের ওই অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন রসায়ন বিভাগের এক ছাত্রী। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।

অন্য বিভাগের শিক্ষার্থীরাও তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে যোগ দিচ্ছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এরই মধ্যে অভিযুক্ত ওই শিক্ষককে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু অভিযুক্ত ওই অধ্যাপককে স্থায়ী অব্যাহতি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: