• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত 

প্রকাশিত: ২৩:৪৫, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড কর্তৃপক্ষ এ তথ্য জানায় ।

এতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি (বিএম) পর্যায়ের আগামী ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য দিনের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলোই স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর বলেন, অনিবার্য কারণ বলতে মূলত কিছু নির্দিষ্ট অঞ্চলে তৈরি হওয়া প্রতিকূল আবহাওয়া, বন্যা এবং যাতায়াত সংকটের বিষয়টি বোঝানো হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হতে পারে—এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে বোর্ডের ওয়েবসাইট জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা এবং মাদ্রাসার শিক্ষাবোর্ডের আলিম পরীক্ষাও স্থগিত করা হয়েছে। 

বিভি/এআই

মন্তব্য করুন: