• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘিরে প্রতারক চক্র সক্রিয়: ঢাবি ভিসি

প্রকাশিত: ১৫:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৫:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘিরে প্রতারক চক্র সক্রিয়: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ এস এম মাকসুদ কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘিরে প্রতারক চক্র সক্রিয় রয়েছে। অভিভাবকদের প্রতারক চক্রের ফাঁদে পা না দেয়ার পরামর্শ দেন তিনি। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এবার বিভাগটিতে ভর্তি পরীক্ষার্থী ২৬ হাজার ১১০ জন। 

ঢাকার বাইরে ৭টি বিভাগে প্রায় সাড়ে ১১ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছেন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৩৬ জন। 

আরও পড়ুন: প্রশ্ন বিক্রির গুজব নিয়ে যা বললেন ঢাবি ভিসি

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে উপাচার্য বলেন, ভার্চুয়াল জগতে প্রশ্নপত্র নিয়ে একটি প্রতারক চক্র সক্রিয়। অভিভাবকদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে পরীক্ষার আগে থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান অধ্যাপক মাকসুদ কামাল।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2