প্রশ্ন বিক্রির গুজব নিয়ে যা বললেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ এস এম মাকসুদ কামাল বলেছেন, প্রতারক চক্র টাকা হাতিয়ে নেওয়ার জন্য ভার্চুয়াল জগতে প্রশ্ন বিক্রির গুজব ছড়িয়েছিলো। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
পরিদর্শন শেষে তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে করে গুজবকারীরা সব সময়ই তৎপর থাকে। লোভে পড়ে প্রতারণার ফাঁদে যেনো কেউ না পড়ে। বাস্তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।
উপাচার্য আরও বলেন, যৌন নিপীড়নের ঘটনায় ন্যায়বিচার করতে সময় লাগে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: