• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

নতুন দাবি জানিয়ে কড়া হুঁশিয়ারি জবির আন্দোলনরত শিক্ষার্থীদের

প্রকাশিত: ১৫:২৪, ১৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
নতুন দাবি জানিয়ে কড়া হুঁশিয়ারি জবির আন্দোলনরত শিক্ষার্থীদের

বিগত প্রক্টরিয়াল বডির ব্যর্থতা স্বীকার করে মুচলেকা ও যৌন নিপীড়ণবিরোধী সেল নতুন করে গঠন করে পুরনো অভিযোগ তদন্ত করে ৭ দিনের মধ্যে রিপোর্ট না দিলে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে লাল কার্ড দেখায় সাধারণ শিক্ষার্থীরা। 

প্রত্যেকের হাতে বিভিন্ন সাইজের লাল কার্ড যেন প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের সতর্কবার্তা। শিক্ষার্থীদের অভিযোগ, যৌন নিপিড়ন নিয়ে অভিযোগ বাক্সগুলো সারাবছর কেউ খুলেও দেখে না। একটি ঘটনা ঘটলে নড়েচড়ে ওঠে সবাই। ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ। 

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শোক সভার আয়োজন করে। অনুষ্ঠান শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম বলেন, সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা চলছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: