• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুবিতে তীব্র তাপপ্রবাহের কারণে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত 

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ২২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
কুবিতে তীব্র তাপপ্রবাহের কারণে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত 

তীব্র তাপপ্রবাহের কারণে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাত ৮টায় জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের (৮০তম) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, চলমান পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম সাধারণভাবে ২ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে কোনো বিভাগীয় প্রধান চাইলে পরীক্ষা এরমধ্যে নিতে পারবেন। রুটিন অনুযায়ী ক্লাস হবে অনলাইনে। এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত হল রুমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান থাকবে।

তাঁরা আরও জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনায় সীমিত পরিসরে পরিবহণ সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এসব বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

বিভি/রিসি

মন্তব্য করুন: