• NEWS PORTAL

  • বুধবার, ১৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও প্রাথমিক বিদ্যালয় খোলা, উপস্থিতি হাতেগানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৪, ২৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:১৪, ২৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও প্রাথমিক বিদ্যালয় খোলা, উপস্থিতি হাতেগানা

তীব্র তাপদাহের কারণে পাঁচ জেলায় আজ মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে প্রাইমারি স্কুলগুলো। তবে এই স্কুলগুলোতে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই হাতেগোনা।

স্কুল খোলা রাখা নিয়ে অভিভাবক আর শিক্ষকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, অভিভাবকরা দ্বিধান্বিত সরকারি ঘোষণা নিয়ে। তবে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তারা।

গরমের তীব্রতা বাড়তে থাকলে অন্তত প্রাথমিকের ক্লাস অনলাইনে চালুর দাবি জানান অনেক অভিভাবক। অনেকে আবার সকালের শিফটে ক্লাস চালু রাখার দাবি জানান।

মাধ্যমিকের পাশাপাশি অনেক প্রতিষ্ঠানের প্রাইমারি সেকশনেও ক্লাস বন্ধ রয়েছে। স্কুল খোলা নাকি বন্ধ থাকবে সে বিষয়ে আজ মন্ত্রণালয় থেকে আসতে পারে সিদ্ধান্ত।

বিভি/রিসি

মন্তব্য করুন: