• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এসএসসির রেজাল্টের চ্যালেঞ্জ শুরু কবে, কিভাবে করবেন আবেদন?

প্রকাশিত: ১২:২৯, ১২ মে ২০২৪

ফন্ট সাইজ
এসএসসির রেজাল্টের চ্যালেঞ্জ শুরু কবে, কিভাবে করবেন আবেদন?

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছে। সববোর্ড মিলে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। কারো যদি রেজাল্ট পছন্দ না হয়, অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফল না আসে তাহলে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর এ কার্যক্রম শুরু হবে আগামীকাল সোমবার (১৩ মে) থেকে। চলবে ১৯ মে পর্যন্ত।

ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন অনলাইনে মাধ্যমে ঘরে বসেই করা যাবে। পরে বোর্ড তার খাতা যাচাই বাছাই করে দেখে আবেদন নিষ্পত্তি করবেন। এর জন্য শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।  ফল পুনর্নিরীক্ষণে প্রতিটি বিষয়ের জন্য ১২৫ টাকা খরচ হবে।

আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফিরতি এসএমএ-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন দেওয়া হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোনো অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফল পুনর্নিরীক্ষণে ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয় কোড আলাদা লিখতে হবে। 

যেমন যশোর বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে RSC <Space> Jas <Space> Roll Number <Space) 101, 102, 107, 108।

পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো, উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এই চারটি জায়গা কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল জানানো হয়। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2