চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো-ডেইলি স্টার পত্রিকা বয়কট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সাধারণ শিক্ষার্থীরা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কট ঘোষণা করেছেন।
সাধারণ শিক্ষার্থীর ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে জড়ো হয়ে শনিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ওই কর্মসূচি পালন করেন তারা। এ সময় প্রথম আলো-ডেইলি স্টার পত্রিকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ সময় শিক্ষার্থীরা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকাবিরোধী নানান স্লোগান দিতে থাকেন।
‘প্রথম আলো, ডেইলি স্টার, মুজিববাদের হাতিয়ার’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ইন্ডিয়ার দালালরা, হুঁশিয়ার সাবধান’ এসব স্লোগান দিয়ে কর্মসূচি পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ইমন নামে এক শিক্ষার্থী গণমাধ্যমকে, প্রথম আলো ফ্যাসিবাদের দালাল, খুনি হাসিনার দোসর। প্রথম আলো ও ডেইলি স্টার এখনো মুজিববাদ আর ইন্ডিয়ার গোলামি করে যাচ্ছে। আমরা সোহরাওয়ার্দী হল থেকে ঘোষণা দিচ্ছি, আগামীকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রবেশ নিষিদ্ধ। স্বাধীন বাংলায় ফ্যাসিবাদের ডালপালা ছড়ানোর কোনো সুযোগ নাই।
বিভি/এআই
মন্তব্য করুন: