• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ওয়ান হেলথ দিবস

আন্তর্জাতিক ভিডিও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির ‘সুপারবাগ’

সাইদ আহম্মদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ১২:০৬, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আন্তর্জাতিক ভিডিও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির ‘সুপারবাগ’

চ্যাম্পিয়ন শেকৃবির টিম `সুপারবাগ`

বিশ্ব ওয়ান হেলথ দিবস উপলক্ষে 'ওয়ান হেলথ ইন কমিউনিটি’ বিষয়ের উপর সম্প্রতি অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ভিডিও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) টিম 'সুপারবাগ'। ইউএসএআইডি(USAID) এবং ডিএআই(DAI)-এর সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৩টি দল অংশগ্রহণ করে। 

শেকৃবির টিম 'সুপারবাগ' এর দলনেতা ছিলেন এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৯ম ব্যাচের 'আহমেদ ইশতিয়াক নিরব। টিমের অন্য সদস্যরা হলেন এএসভিএম অনুষদের ৯ম ব্যাচের শিক্ষার্থী মীম জাহান, ১০ম ব্যাচের রাবেয়া আকতার তন্নী এবং ফিসারিজ এন্ড একোয়াকালচার অনূষদের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী শিশির কুমার। টিমের মেন্টর হিসেবে ছিলেন শেকৃবি’র মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ মান্নান। 

এছাড়াও ভিডিও প্রতিযোগিতায় শেকৃবি থেকে ৪র্থ, ৮ম এবং নবম স্থান অর্জন করে। 

বিশ্ব ওয়ান হেলথ দিবস উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সেরা দশটি টিমের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

উল্লেখ্য, প্রতিবছর ৩ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ‘ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে’, যার মূল উদ্দেশ্য মানুষ, প্রাণী এবং পরিবেশের মধ্যে সুস্থতার গভীর সম্পর্ককে তুলে ধরা। এবারের প্রতিপাদ্য 'ওয়ান হেলথ ইন কমিউনিটিস '।

বিভি/এজেড

মন্তব্য করুন: