চবির ৯ শিক্ষার্থীর আমরণ অনশন চলছে

চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছে ৯ শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) দুপুর থেকে প্রায় ২৪ ঘণ্টা ধরে অনশনে আছেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চলছে এ অনশন।
এর আগে গতকাল দাবি আদায়ে মানববন্ধনও করেন তারা। শিক্ষার্থীরা জানান, এর আগেও ধারাবাহিক আন্দোলন ও ক্লাস পরীক্ষা বর্জন করেছে তারা। কিন্তু বিগত প্রশাসন এতে কর্ণপাত করেনি বরং ছাত্রলীগের দ্বারা ওইসময় হামলার শিকার হয়েছে চারুকলার শিক্ষার্থীরা।
বর্তমান প্রশাসন আশ্বাস দিয়েছিলো মার্চের মধ্যেই মূল ক্যাম্পাসে ফিরবে চারুকলা। তবে সেটি না হওয়ায় আবারও দাবি আদায়ে অনশনে বসেছেন। তবে ২৪ঘণ্টা যাবৎ অনশন চলাকালীন এখনও প্রশাসনের কেউ যোগাযোগ করেনি বলেও জানান শিক্ষার্থীরা।
বিভি/এআই
মন্তব্য করুন: