কুয়েট শিক্ষার্থীদের আজ ক্লাস বর্জন কর্মসূচি

ছবি: অনশনে কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবিতে আজ বুধবার (২৩ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার মধ্যরাতে শাহবাগ ব্লকেড কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। ব্লকেডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় - বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - কুয়েট ও ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দাবি আদায়ে এ সময় আজ বিকেল তিনটায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষনা দেন তারা।
অন্যদিকে, কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একদল নেতাকর্মী। দাবি না মানলে অনশন কর্মসূচি চলবে বলে জানান তারা।
বিভি/এমআর
মন্তব্য করুন: