• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ছাত্রদলের আবেদনে বিসিএস পরীক্ষার্থীদের জন্য দুটি বাস দিচ্ছে ববি প্রশাসন

নূর ইসলাম নিয়ন, বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২১:৩৬, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৩৬, ৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ছাত্রদলের আবেদনে বিসিএস পরীক্ষার্থীদের জন্য দুটি বাস দিচ্ছে ববি প্রশাসন

আসন্ন ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫-এ অংশগ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে যাতায়াতের সুবিধার জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এই দাবির সমর্থনে সংগঠনের নেতারা প্রক্টর মহোদয়ের মাধ্যমে উপাচার্য (ভিসি) বরাবর একটি লিখিত আবেদন জমা দেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ১০ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। যেহেতু এই পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকাতে নির্ধারণ করা হয়েছে, তাই বরিশাল থেকে ১,০০০ জনেরও অধিক শিক্ষার্থীকে রাজধানীতে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। শিক্ষার্থীদের এই যাতায়াত ভোগান্তি লাঘবের জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ বাসের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছিল।

জানা গেছে, গত ৫ অক্টোবর ববি শাখা ছাত্রদলের নেতা মোশাররফ হোসেনসহ অন্যরা ছাত্রদলের পক্ষ থেকে এই আবেদনপত্রটি প্রক্টর অফিসে জমা দেন, যা পরে উপাচার্য বরাবর পাঠানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢাকাতে হওয়ায় যথাসময়ে পৌঁছানো এবং পরীক্ষা শেষে নিরাপদে ক্যাম্পাসে ফিরে আসার জন্য এই পরিবহন সুবিধাটি অত্যন্ত জরুরি।

এ বিষয়ে ববি শাখা ছাত্রদলের নেতা মোশাররফ হোসেন বলেন, "বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এরই ধারাবাহিকতায় ৪৯তম বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি লাঘবের জন্য আমরা পরিবহন সুবিধার জন্য আবেদন করেছি। ইতিমধ্যে ভিসি স্যার আমাদের এই আবেদনে সাড়া দিয়ে পরিবহন সুবিধা নিশ্চিত করবেন বলে আশ্বস্ত করেন।

বিশেষ পরিবহন সুবিধা প্রদানের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, "আমরা শিক্ষার্থীদের আবেদনপত্রটি গুরুত্ব সহকারে গ্রহণ করেছিলাম এবং উপাচার্য মহোদয় বরাবর পাঠিয়েছিলাম। শিক্ষার্থীদের গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দুটি বাসের ব্যবস্থা দেওয়ার ব্যাপারে নিশ্চিত করা।

শিক্ষার্থীদের জন্য এই যৌক্তিক দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক সাড়া দেওয়ায় এবং দুটি বাসের ব্যবস্থা করায়, ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার্থীরা ববি ছাত্রদল এবং প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2