• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

৩৪ ঘণ্টা পর অনশন প্রত্যাহার চবি শিক্ষার্থীদের  

প্রকাশিত: ১৫:২১, ২৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
৩৪ ঘণ্টা পর অনশন প্রত্যাহার চবি শিক্ষার্থীদের  

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরাতে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৬১তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে প্রায় ৩৪ ঘণ্টা পর অনশন ভাঙেন ৯ শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীরা অনশন ভেঙেছে। সিন্ডিকেটে চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত সোমবার দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ৩টা থেকে আমরণ অনশনে বসেন ৯ শিক্ষার্থী। প্রায় ২৪ ঘণ্টা পর দুজন অসুস্থ হয়ে গেলে তাদের স্যালাইন দেওয়া হয়। কয়েক দফায় তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশ কয়েকজন শিক্ষক। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় ছিলেন। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় জরুরি সিন্ডিকেট সভা ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভা শেষে রাত ১০টার দিকে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত জানানো হয়।

জরুরি সিন্ডিকেট সভায় ড্রয়িং ও প্রিন্টিং, ফিল্ম ম্যাকিং, সিরামিক্স এবং স্কাল্পচার- এ চারটি নতুন বিভাগ নিয়ে চারুকলা অনুষদ চালুর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি চারুকলা ইনস্টিটিউটও বিদ্যমান থাকবে বলে জানা গেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2