ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত
দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ঢাবির বটতলায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি মু. আহসান হাবিব ইমরোজ গণমাধ্যমকে বলেন, ওসমান হাদি ভাই জুলাই সনদের জন্য এবং জুলাই যোদ্ধাদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিলেন। তিনি আপাদমস্তক একজন জুলাই যোদ্ধা।
তিনি আরও বলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সার্বিক নিরাপত্তার দিকে নজর না দিয়ে তুচ্ছ বিষয়ে ব্যস্ত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ হামলার ঘটনায় প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত ন্যাক্কারজনক।
ঢাবি শিক্ষার্থী মো. নাসিম গণমাধ্যমকে বলেন, হাদি ভাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় উচ্চকণ্ঠ ছিলেন। তাকে হারালে জাতির অপূরণীয় ক্ষতি হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। হাদি ভাই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আমরা আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি এবং দেশবাসীর কাছেও দোয়ার আহ্বান জানাই।
আরেক শিক্ষার্থী মো. হীরা গণমাধ্যমকে বলেন, জুলাইয়ের স্টেক নিয়ে নানা টানাপড়েন থাকলেও হাদি ভাই সবসময় জুলাইকে ধারণ করতেন। সে কারণেই তাকে প্রথম টার্গেট করা হয়েছে। অথচ ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেফতার করা হয়নি। আমরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানাই।
ঢাবি শিক্ষার্থী অনিক মিয়া গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের অনেক মানুষ ৫ আগস্টের পর অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। ওসমান হাদি তেমনই একজন সাহসী মানুষ। আমরা আল্লাহর কাছে একটি মিরাকলের প্রত্যাশা করি এবং বিশ্বাস করি, আল্লাহ তার কুদরতে হাদি ভাইকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।
বিভি/এআই




মন্তব্য করুন: