• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি

মোঃ রাফিউল হুদা, হাবিপ্রবি

প্রকাশিত: ১৭:৩৫, ২৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি

শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না করে উল্টো ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করায় কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে সংহতি সমাবেশ পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সংহতি সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়েই তারা আজকে ক্ষমতার চেয়ারে বসতে পেরেছেন। কুয়েটে সেই শিক্ষার্থীদেরই আবার রক্ত ঝড়ানো হয়েছে। আমরা হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছি। আমরা আরও বলে দিতে চাই, আজকের মধ্যেই যদি এই দলকানা ভিসি পদত্যাগ না করে তাহলে আমরা আগামীকাল থেকে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। শুধু তাই নয়, প্রয়োজনে আমরা আমাদের ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করবো। 

শিক্ষার্থী আরও বলেন, শিক্ষার্থীদের উপর যে, হামলা হয়েছে তা তদন্ত না করে উল্টো ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে মানুষকে গ্রেফতার, হামলা-মামলা করে দমিয়ে রাখতো। কুয়েটের ভিসিও তেমনটি করছে, আমরা এজন্য লজ্জিত। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2