• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকা কলেজের হলে নবীন ছাত্রদের সিট বরাদ্দের দাবিতে স্মারকলিপি

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ১৬:৪০, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা কলেজের হলে নবীন ছাত্রদের সিট বরাদ্দের দাবিতে স্মারকলিপি

গ্র্যাজুয়েশন সম্পন্ন ও একাডেমিক গ্যাপে থাকা শিক্ষার্থীদের সিট বাতিল করে চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য হলে সিট বরাদ্দের দাবিতে ঢাকা কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন স্মাতক ২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা। এতে লিখিত ৭ দফা দাবি জানান শিক্ষার্থীরা।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা কলেজ অধ্যক্ষের কার্যালয়ে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। স্মারকলিপিটি গ্রহণ করেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার ও ঢাকা কলেজ হল কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আনোয়ার মাহমুদ। এসময় ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্বন্বয়ক মোহাম্মদ রকিব। 

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা কলেজে চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন করে সিট দেয়া কলেজ প্রশাসন এর এখতিয়ারের মধ্যে পড়ে। এই বছর নতুন ভাবে হলে সিট পাওয়া ঢাকা কলেজ এর চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থী হয়ে আমাদের মৌলিক চাওয়া।বর্তমানে হলগুলোর অধিকাংশ সিট এমন শিক্ষার্থীদের দ্বারা দখলকৃত, যাদের একাডেমিক মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে বা যারা একাডেমিক গ্যাপে রয়েছেন। আমাদের এমন অনেক শিক্ষার্থী আছে যারা হলে সিট না পেয়ে ক্যাম্পাস এ নিয়মিত এসে ক্লাস করতে পারে না।

স্মারকলিপিতে উল্লেখিত শিক্ষার্থীদের ৭ দফা দাবিসমূহ হল: 

১. একাডেমিক গ্যাপে থাকা শিক্ষার্থীদের সিট অবিলম্বে বাতিল করে নতুন শিক্ষার্থীদের মধ্যে তা বরাদ্দ দেওয়া উচিত।

২. গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের হল ছেড়ে দেয়া উচিৎ। কিন্তু তারা তা করছে না! এমন শিক্ষার্থীদের হল সিট বাতিল করা যৌক্তিক।

৩. হল প্রশাসনের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা প্রণয়ন করে সকল চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে সিট বরাদ্দ দেওয়া প্রয়োজন।

৪. যাদের সেশন অনেক আগে শেষ, কিন্তু তারা হল এ সিট দখল করে আছে, এমন শিক্ষার্থীদের সিট বাতিল করা উচিত।

৫. রাজনৈতিক ভাবে শিক্ষার্থীদের সিট দখল করে থেকে রানিং শিক্ষার্থীদের সিট সংকটে ভোগানো এমন সিট বাতিল করা উচিৎ।

৬. যারা হল এ সিট না পেয়ে রাজনৈতিক ভাবে অবৈধ ভাবে থাকছে তাদের সিট বাতিল করতে হবে।

৭. আমরা বাকিদের মতন ঢাকা কলেজ এর শিক্ষার্থী। আমাদের আশ্বাস দেয়া হলে ও একটা বছর পার হয়ে গেলও কিছু শিক্ষার্থী আছে, মারা হল এ থাকার জন্য সেশন গ্যাপ দিচ্ছে- ও অবৈধ ভাবে অনেক মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, এতে করে হল না পেয়ে অনেক শিক্ষার্থী বাড়িতে ব্লাকতে বাধ্য হচ্ছে।

পরিশেষে, স্মারকলিপিতে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সিট বরাদ্দের কলেজ প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, কর্তৃপক্ষ আমাদের এই ন্যায্য দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2