কলাভবনে বিভিন্ন সমস্যার প্রতিকারে ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে স্মারকলিপি প্রদান

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কলা অনুষদের ডীনের কাছে স্মারকলিপি প্রদান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ২৬টি বিভাগ রয়েছে। প্রতিদিন চলাচল করে হাজারের বেশি শিক্ষার্থী। গতকাল কলাভবন লিফটে ২৬জন শিক্ষার্থী লিফট আটকে ৩০মিনিট অবরুদ্ধ হয়ে অসুস্হ হয়ে পড়ে। এসব নানা সমস্যা সমাধানে উদ্যোগ নিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) ঢাবির কবি জসীমউদ্দীন হল ছাত্রদল প্রচার সম্পাদক তানভীর বারী হামিমের উদ্যোগে কলাভবনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ কলা অনুষদের ডীন অধ্যাপক ড.সিদ্দিকুর রহমান খানের নিকট স্মারকলিপি প্রদান করে।
এ সময়ে স্মারকলিপিতে অতি দ্রুততার সাথে কলাভবনের ওয়াশরুমসমূহে পরিচ্ছন্নতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতকরণে লিকুইড হ্যান্ডওয়াশ ব্যবস্হা করা, লিফটের প্রয়োজনীয় সংস্কার করা ও লিফটম্যানের দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিতকরণ, কলাভবনের ফিল্টারিং কিটসমূহ যথাসময়ে পরিবর্তন করা এবং শিক্ষার্থী অনুপাতে ফিল্টার সংখ্যা বৃদ্ধি করা ও কলাভবনের পরীক্ষা কেন্দ্রসমূহে নষ্ট এসি সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষার্থীবৃন্দ।
কমল মেডিএইড,ঢাবি'র প্রতিষ্ঠাতা ও ঢাবির কবি জসীমউদ্দীন হল ছাত্রদল প্রচার সম্পাদক তানভীর বারী হামিম জানান- "আমরা শিক্ষার্থীদের মাধ্যমে সমস্যাগুলি চিহ্নিত করে সেটার যথাযথতা নিরুপণ করে স্মারকলিপি প্রদান করেছি। ডীন স্যার আমাদের এ সমস্যা চিহ্নিতকরণকে সাধুবাদ জানিয়েছেন। তিনি লিফট সংস্কার, পরীক্ষা কেন্দ্রের এসি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করেছেন এবং শিক্ষার্থীদেরকেও লিফটে চড়ার নীতিমালা রক্ষা করার আহ্বান জানিয়েছেন। গতকালকের ঘটনায় লিফটম্যানকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।"
এসময় আরো উপস্হিত ছিলেন- জাপানীজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাইফ উল্লাহ সাইফ, বাংলা বিভাগের তাওহীদা সুলতানা, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের জান্নাতুল মাওয়া, উর্দু বিভাগের হাসিবুর রহমান আসিফ, বাংলা বিভাগের মাহফুজুর রহমান, নওশাদ, আশরাফুল, পিয়াল, রাফি ও সালমান প্রমুখ।
বিভি/এজেড
মন্তব্য করুন: