• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উত্তাল ববি: উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল

প্রকাশিত: ১০:০৮, ১২ মে ২০২৫

ফন্ট সাইজ
উত্তাল ববি: উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

রবিবার (১১ মে) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোর থেকে মশাল মিছিল শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। এসময় আন্দোলনকারীরা মশাল হাতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। 

এর আগে দুপুরে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষক সমাজের উদ্দেশে পাঠানো এক খোলা চিঠিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সোমবার (১২ মে) থেকে একাডেমিক শাটডাউন ঘোষণা করে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার আহ্বান জানান। তবে এসময়ে বিভিন্ন বিভাগের চলমান ফাইনাল পরীক্ষা চলমান থাকবে বলে জানান তারা। 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, আমরা উপাচার্যের পদত্যাগ চাই। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে যা যা করনীয় তা আমরা করবো। আপনারা জানেন আমাদের শিক্ষার্থীদের নামে বিভিন্ন সময়ে ভিন্নমত দমনের জন্য মামলা, জিডি এবং এছাড়াও বিভিন্ন ভীতিমূলক কার্যক্রম করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানিয়েছে। আমরা নিন্দা জানাতে জানাতে ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা চাই এই ভিসির একমাত্র পদত্যাগ।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এমডি শিহাব বলেন, চলমান একদফা দাবির আন্দোলনে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। এরইমধ্যে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকদের কাছে আমাদের খোলা চিঠি পৌঁছে দিয়েছি, যাতে তারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক দাবির প্রতি সম্মান দেখিয়ে ক্লাস বর্জন করেন। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এই আন্দোলন কোনোভাবেই থেমে থাকবে না। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না, এবং প্রয়োজনে আন্দোলনের মাত্রা আরও কঠোর করা হবে।

মৃত্তিকা  ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, আমরা ভিসির পদত্যাগের দাবিতে একদফা কর্মসূচিতে আছি। সেই এক দফার ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছি, তারই অংশ হিসেবে আজকে আমরা মশাল মিছিলের আয়োজন করেছি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছে এবং সোমবার থেকে একাডেমিক শাটডাউন ঘোষণা করেছি, সেই শাটডাউন আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটের মাধ্যমে নিয়েছি। প্রায় ১৮টি বিভাগ তারা অফিসিয়াল বিবৃতির মাধ্যমে আমাদেরকে সমর্থন জানিয়েছে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

বিভি/টিটি

মন্তব্য করুন: