• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ 

যায়িদ বিন ফিরোজ, ইসলামী বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ২২:১৪, ১২ মে ২০২৫

ফন্ট সাইজ
ইবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদের আবাসিক লালন শাহ্ হল এবং শহীদ জিয়াউর রহমান হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন এবং এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

লালন শাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেনের মেয়াদ শেষ হওয়ায় আগামী ১৫ মে হতে এই পদে দায়িত্ব পালন করবেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান এবং শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. শেখ এ. বি. এম জাকির হোসেনের মেয়াদ শেষ হওয়ায় ১৫ই মে হতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী দায়িত্ব পালন করবেন।

সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় উক্ত পদে মেয়াদ শেষ করা দুই প্রভোস্টকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: