• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আমরণ অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ববি শিক্ষার্থী

প্রকাশিত: ১৬:৫১, ১৩ মে ২০২৫

ফন্ট সাইজ
আমরণ অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ববি শিক্ষার্থী

উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিনের অপসারণের দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। চলছে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। মঙ্গলবার (১৩ মে) আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ায় শেরে-ই-বাংলা মেডিকেল হাসপাতালে এক শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।

গত ১২ মে রাত সাড়ে ১১টা থেকে আমরণ অনশনে থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর নাম বরিউল ইসলাম। দীর্ঘ ১৩ ঘণ্টা অনশনের পর হঠাৎ তার রক্তচাপ কমে গেছে এবং জ্বর অনুভব হচ্ছে বলে জানিয়েছেন অনশনে বসা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় থাকা এক চিকিৎসক।

এদিকে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে আরো ২ জন অসুস্থ অনুভব করলে তাদের স্যালাইন দেওয়া হয়।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে দীর্ঘ ২৮ দিন ধরে লাগাতার আন্দোলন চালিয়ে আসা শিক্ষার্থীরা সোমবার রাত সাড়ে ১১টায় একদফা দাবি আদায়ে আমরণ অনশনে বসেন।

নতুন কর্মসূচির দীর্ঘ ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের সঙ্গে  প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে জানান আন্দোলনকারীরা।

বিভি/টিটি

মন্তব্য করুন: