হাবিপ্রবিতে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) রংপুর বিভাগীয় আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ই মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই উৎসবের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। আরো উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার ও কো অর্ডিনেটর মো. জিয়াউল হক সিজার।
উক্ত উৎসব তথা প্রতিযোগীতায় রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন: