• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ২১:২৬, ১৬ মে ২০২৫

আপডেট: ২১:২৬, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৮টার পর জবি ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এসময় জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, আমরা সরকারের দাবি মেনে নেওয়ার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছি। তিনি দাবি আদায়ে সরকারকে টালবাহানা না করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের সড়ক ছেড়ে চলে যাওয়ারও আহ্বান জানান অধ্যাপক ড. রইছউদ্দীন। তার ঘোষণার পর অনেক শিক্ষার্থীকে সড়ক ছেড়ে চলে যেতে দেখা যায়। তবে বেশির ভাগ শিক্ষার্থী তখনও সেখানে অবস্থান করছিলেন।

এর আগে সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ জানান, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত।  সেই সঙ্গে স্থায়ী হলের কাজ চলবে বলেও জানিয়েছেন জবির ভিসি।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2