• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৭ দিনের মধ্যে শিক্ষার্থী বীমা দাবি নিষ্পত্তির নির্দেশনা ঢাবি প্রশাসনের

প্রকাশিত: ২০:০৭, ২০ মে ২০২৫

আপডেট: ২০:০৭, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
৭ দিনের মধ্যে শিক্ষার্থী বীমা দাবি নিষ্পত্তির নির্দেশনা ঢাবি প্রশাসনের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবীমার আওতাভুক্ত। তবে বীমা দাবি আদায়ের প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবীমার সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হচ্ছে। এ জটিলতা নিরসনের লক্ষ্যে গত ৫ মে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অফিস থেকে এই সংক্রান্ত নির্দেশনাবলী ইতোমধ্যেই সকল হল/বিভাগ/ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো:

১. প্রতিটি হল/বিভাগ/ইনস্টিটিউটের নোটিশ বোর্ডে দৃশ্যমানভাবে স্বাস্থ্যবীমা সম্পর্কিত নির্দেশনাবলী প্রচার করা হবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ওয়েবসাইটে এই সংক্রান্ত নির্দেশনাবলী ইতোমধ্যে আপলোড করা হয়েছে।

২. স্বাস্থ্যবীমা বিষয়ে শিক্ষার্থীদের সহায়তা প্রদানের জন্য প্রতিটি বিভাগ/ইনস্টিটিউটে একজন ছাত্র উপদেষ্টাকে দায়িত্ব প্রদান করা হবে। ছাত্র উপদেষ্টা যথাযথভাবে শিক্ষার্থীদের এ বিষয়ে অবগত করবেন।

৩. ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রত্যেক বিভাগ/ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাস্থ্যবীমা সংক্রান্ত নির্দেশনাবলী উপস্থাপন করা হবে।

৪. আগামী ৩ মাসের মধ্যে প্রতি বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালার মাধ্যমে স্বাস্থ্যবীমা সংক্রান্ত ধারণা প্রদান করা হবে।

৫. বীমা সংক্রান্ত বিষয়ে কোন অভিযোগ থাকলে, হিসাব দপ্তরের বীমা শাখায় ছাত্র উপদেষ্টার সুপারিশসহ লিখিত অভিযোগ পেশ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করা হয়েছে।

৬. সকল বিভাগ/ইনস্টিটিউটের ওয়েবসাইটেও বীমা সংক্রান্ত সকল নির্দেশনা আপলোড করা হবে।

এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত দিনের মধ্যে বীমা দাবি নিষ্পত্তি এবং বীমা দাবির টাকা শিক্ষার্থীদের একাউন্টে সরাসরি প্রেরণর জন্য বীমা কোম্পানীকে নির্দেশনা প্রদান করেছে।
 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: