কুয়েটের অন্তর্বর্তী ভিসির পদত্যাগ চেয়ে নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হজরত আলীর পদত্যাগ চেয়ে একদফার নতুন কর্মসূচি ঘোষণা করেছেনআন্দোলনরত শিক্ষকরা।
বুধবার দুপুরে (২১ মে) প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভার শেষে নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন এক প্রেস ব্রিফিংয়ে একদফা দাবির সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, শিক্ষকরা তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করেছেন। শিক্ষক সমিতির পক্ষ থেকে সাত কর্মদিবসের সময় দিয়েছিলো। কিন্ত তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। কুয়েটের আইনের বাইরে গিয়ে ভিসি দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছেন। যার কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। ছাত্র-শিক্ষকদের দাবির প্রতি অবজ্ঞা এবং কুয়েটের ভিসি সঠিক দায়িত্ব পালন না করায় তার বিরুদ্ধে অনাস্থা ঘোষণা করা হলো।
বিভি/এআই
মন্তব্য করুন: