কৃষি আমাদের প্রাণ, কৃষককে অবহেলা সহ্য করা হবে না: বাকৃবি উপাচার্য

“আমি কৃষি এবং কৃষকের সন্তান হিসেবে গর্ব বোধ করি। বাংলাদেশের প্রায় সকল মন্ত্রী ও সচিব পর্যায়ের সফল ব্যক্তিবর্গেরও কৃষি ও কৃষি পরিবারের অতীত ইতিহাস রয়েছে। কৃষি হচ্ছে আমাদের প্রাণ, আমরা এটা নিয়ে গর্ববোধ করি। কৃষক ও কৃষি পেশাকে কেউ যদি ছোট করে দেখে, সরকার হোক বা উর্ধ্বতন কর্মকর্তা যেই হোক না কেন, এটা সহ্য করব না। কৃষিবিদরা আমাদের সন্তান, আমাদের বোন বা ভাই। যে কোনো সমস্যায় আমাদের কৃষিবিদরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।”
এভাবেই দেশের কৃষি ও কৃষকের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি আজ (২৭ মে) ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) বার্ষিক গবেষণা কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত বিনার সেমিনার কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক কর্মসূচি পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক, বিনার ট্রেনিং ও প্ল্যানিং বিষয়ক পরিচালক ড. সাইফুল হক ভূঁইয়া, গবেষণা বিষয়ক পরিচালক ড. মো. হোসেন আলী এবং গবেষণা ও সহায়তা সেবা বিষয়ক পরিচালক ড. মো. আতাউর রহমান। এছাড়া দেশের বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানে কর্মরত গবেষক, বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি তার উপস্থাপনায় বিনার উদ্ভাবিত উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল ফসলের জাত নিয়ে কৃষক পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম এবং তা থেকে প্রাপ্ত ইতিবাচক ফলাফল তুলে ধরেন। গবেষণাভিত্তিক প্রবন্ধে তিনি দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থায় পারমাণবিক কৃষি প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী গবেষকরা তাঁদের প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রযুক্তি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আয়োজকরা জানান, দেশের কৃষি গবেষণাকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে এই কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
বিভি/এজেড
মন্তব্য করুন: