ইউ ট্যাব ও জিয়া পরিষদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথসভা অনুষ্ঠিত

সাংগঠনিক কাঠামো শক্তিশালী করুন এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখতে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যােয়ের জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সমন্বয় গঠিত সংগঠন ইউ ট্যাব ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন জিয়া পরিষদের যৌথসভা বৃহস্পতিবার (৯ জুলাই) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দুটি সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দের সমন্বয় আয়োজিত এ সভায় সংগঠনকে শক্তিশালী করণে নানাবিধ আলোচনা করা হয়। সর্বাধিক গুরুত্ব সহকারে আলোচিত হয় জুলাই বিপ্লবের বিরোধিতা করা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তির বিষয় সংগঠনের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখার। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও অত্র বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের দৃশ্যমান শাস্তি না হওয়ায় আলোচকবৃন্দ সকলেই চরম হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেন।
একই সাথে ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি বলিষ্ঠ আহ্বান করেন। তবে কোনো কোনো সংগঠন জুলাই বিপ্লব বিরোধিতাকারীদের রক্ষায় ও নিজ দলে অন্তর্ভুক্ত করার বিষয় মরিয়া হয়ে কাজ করায় তাদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। আলোচকবৃন্দ এই মর্মে একমত হন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে জুলাই বিপ্লব বিরোধিতাকারীদের দৃশ্যমান কোনো শাস্তির বিধান না করলে উল্লেখিত সংগঠনের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত গণকমিশন থেকে একযোগে পদত্যাগ করবেন। বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশে ফ্যাসিবাদের দোসরদেরকে দমন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উপর সংগঠন দুটির নেতৃবৃন্দরা গুরুত্ব আরোপ করেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইউট্যাবের সম্মানিত সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মামুনুর রশিদ এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইউ ট্যাব এর সম্মানিত সাধারণ সম্পাদক প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের নেতৃত্ব প্রদান করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সম্মানিত সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মো. আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার। ইউট্যাবের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন, প্রফেসর মো. জামাল হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ মাসুদুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ ইকতিয়ার উদ্দিন, প্রফেসর ড. মুহাম্মদ নিজাম উদ্দিন, প্রফেসর ড. মো. মোস্তফা আনোয়ার, প্রফেসর ড. মুহাম্মদ মহসিন হোসেন খান ও ডক্টর এবিএম সাইফুল ইসলাম সহ আরো অনেকে। জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটে প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ আমিনুল ইসলাম, ডক্টর রাহাত মাহমুদ, খাইরুল বাসার মিয়া, মো. শাহজালাল, উপ-পরিচালক মাহফুজুর রহমান সবুজ, প্রধান খামার তত্ত্বাবধায়ক আরিফুর রহমান নোমান, উপ-পরিচালক জাহিদ আল মামুন, সহকারী রেজিস্ট্রার মাহমুদ আল জামান, রিয়াজ কাঞ্চন শহীদ, কে এম শাহাদাত হোসেন, লোকমান হোসেন মিঠু, সুইন আহমেদ, মেহেদী হাসানসহ আরও অনেকে।
বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো জাতীয়তাবাদী মতাদর্শ এর শিক্ষক ও কর্মকর্তাদের এ দুটি সংগঠনের সমন্বয় আয়োজিত মতবিনিময় সভাটি অত্যন্ত ফলপ্রসু এবং বর্তমান প্রেক্ষাপটে অত্যাবশ্যক ছিলো মর্মে উভয় সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন। ভবিষ্যতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ফ্যাসিবাদ দমন ও শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে উভয় সংগঠন দৃঢ়প্রতিজ্ঞ।
বিভি/এআই
মন্তব্য করুন: