• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকায় সর্বোচ্চ পরীক্ষার্থী অনুপস্থিত, সর্বনিম্ন চট্টগ্রামে

প্রকাশিত: ১৫:২৩, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ঢাকায় সর্বোচ্চ পরীক্ষার্থী অনুপস্থিত, সর্বনিম্ন চট্টগ্রামে

ছবি: সংগৃহীত

ফল প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার। ফলাফলে সর্বোচ্চ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো ঢাকা বোর্ডে এবং সর্বনিম্ন অনুপস্থিত ছিলো চট্টগ্রাম বোর্ডে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বোর্ডওয়ারি ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিলো ৮৩.০৪ শতাংশ।

পরিসংখ্যানে দেখা গেছে, অনুপস্থিত শিক্ষার্থীর দিক থেকে সবচেয়ে বেশি ছিলো ঢাকা বোর্ডে ৩ হাজার ২৪৮ জন। এরপর রয়েছে দিনাজপুর বোর্ডে ২ হাজার ৮৩৩ জন, যশোর বোর্ডে ২ হাজার ৬৩৯ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৮২ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ২৫১ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৭৭১ জন, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৬০৩ জন, সিলেট বোর্ডে ৭৯৪ জন এবং সবচেয়ে কম অনুপস্থিত ছিলো চট্টগ্রাম বোর্ডে ৬৪৫ জন।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিলো গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলো ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছি। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2