পদত্যাগের দাবিতে উত্তাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ৮ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঞার পদত্যাগের একদফা দাবিতে উত্তাল ক্যাম্পাস। টানা ৮ ঘণ্টা ধরে অধ্যক্ষকে অবরুদ্ধ রেখেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টা থেকে ভিক্টোরিয়া কলেজের ধর্মপুর ডিগ্রি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। রাত ১১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত অধ্যক্ষ অবরুদ্ধ রয়েছেন।
কলেজ সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ক্যাম্পাসের হৃদয় বাংলাদেশ চত্বরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৯ দফা দাবি জানিয়ে কলেজ প্রশাসনেকে দুই কার্যদিবসের আল্টিমেটাম দেন।
সোমবার (১৪ জুলাই) দুপুর পর্যন্ত ৯ দফা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঞার কাছে বিষয়টি জানতে চান। এ সময় তিনি দাবি বাস্তাবায়নে আরও সময় চান শিক্ষার্থীদের কাছে। এতে শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে উঠেন। এক পর্যায়ে ছাত্ররা স্লোগান দেওয়া শুরু করলে অধ্যক্ষ বিকাল ৩টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে প্রবেশ করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, অধ্যক্ষের পদত্যাগ চাই’ এমন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারাও মসজিদে প্রবেশ করেন। এরপর রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত অধ্যক্ষ আবুল বাসার ভূঞা মসজিদেই অবরুদ্ধ রয়েছেন। খবর পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ক্যাম্পাসে যায়।
শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবির মধ্যে ছিল, কলেজে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, ডিগ্রি শাখার জন্য পৃথক ও আধুনিক ক্যাম্পাস স্থাপন, সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিংয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার, বহিরাগত, মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপন, শিক্ষার্থীদের যাতায়াতে বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু, আবাসিক হল ও আশপাশের হোটেল এলাকায় জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি, আধুনিক ওয়াশরুম এবং যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় আলাদা ফান্ড গঠন, কলেজের সব ধরনের আয়-ব্যয় ওয়েবসাইটে প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করা।
বিভি/টিটি
মন্তব্য করুন: