‘এক মাসের মধ্যে দৃশ্যমান হবে শেবাচিমের কার্যক্রম’

টানা দুই সপ্তাহ ধরে বরিশালে ছাত্র-জনতার আন্দোলন ও তাদের দাবির প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ যে সকল পদক্ষেপ বাস্তবায়ন করেছেন তা সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসপাতাল পরিচালক তুলে ধরে।
সোমবার বেলা ১১ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, কিছু সমস্যা রয়েছে যা স্থানীয় পর্যায় থেকে সমাধান সম্ভব। আর কিছু বিষয় রয়েছে যা জাতীয় পর্যায় ছাড়া সম্ভব নয়। আশা করি এক মাসের মধ্যে দৃশ্যমান হবে আর ২ থেকে ৩ মাসের মধ্যে অনেক কিছু দেখতে পারবেন।
তিনি আরো জানান, প্রধান সমস্যা হচ্ছে হাসপাতালটি ৫শ’ বেডের হলেও প্রশাসনিক অনুমোদন দেয়া আছে এক হাজার বেডের। কিন্তু প্রতিদিন চিকিৎসা নিচ্ছে প্রায় আড়াই হাজার রোগী। ক্রমবর্ধমান চাহিদার সাথে সুযোগ-সুবিধা না বাড়ানোর ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এটিই হচ্ছে প্রধান সমস্যা। এ কারনে হাসপাতালে যে সকল সমস্যার সৃষ্টি হচ্ছে তা তুলে ধরেন পরিচালক।
এ হাসপাতালটির বিকল্প না থাকায় এটাকে ভালোভাবে পরিচালনা করতে হবে। এ জন্য সকলের সহযোগিতা চান পরিচালক। এক্ষেত্রে চাপ প্রয়োগ করলে হাসপাতাল সংশ্লিষ্টদের কাছ থেকে ভালো চিকিৎসা সেবা পাওয়া যাবে না। এরপর পরিচালক হাসপাতালের কিছু সংস্কারের বিষয় তুলে ধরেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: