জুলাইয়ের গ্রাফিতিতে সোহাগ হত্যাকাণ্ড ও মাইলস্টোন ট্র্যাজেডি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের মাসব্যাপী নানান কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই অংশ হিসেবে নির্মাণ কাজ চলা টিচার্স এন্ড স্টুডেন্টস সেন্টার (টিএসসি) ভবনের দেয়ালে অংকন করা হয় একটি গ্রাফিতি। তবে অভ্যুত্থানের সেই গ্রাফিতি থেকে ২০২৫ এর জুলাই মাসে ঘটা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা এবং মিটফোর্ডে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার অংশটি মুছে ফেলতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনা দুটিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান নীতিনির্ধারক শিক্ষক-কর্মকর্তারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার প্রতিবাদ জানিয়ে অনেকেই এটিকে ফ্যাসিস্ট মনোভাব বলে আখ্যায়িত করেছেন। অনেকেই বলছেন, নির্দলীয় সরকারের সময়ই এ ধরনের তোষামোদি দেখা দিলে পরবর্তী অবস্থা কি হবে।
ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, গ্রাফিতি সর্বদাই প্রতিবাদের মাধ্যম। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি অংকনে বাঁধা দেয়া হয়েছে। আর এখন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা প্রকাশ পাবে তাই প্রশাসন একটি অংশ মুছে ফেলতে নির্দেশ দিয়েছে। বর্তমান প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। এ ধরনের আচরণ শিক্ষার্থীরা মেনে নিবে না। এ ঘটনার সাথে যেসব শিক্ষক-কর্মকর্তা জড়িত এবং পূর্বে যারা গ্রাফিতি অংকনে বাঁধা দিয়েছে, তাদের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।
গ্রাফিতি অংকন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার। তিনি বলেন, জুলাইকে কেন্দ্র করে গ্রাফিতি অংকনের কথা বলা হয়েছিলো, কিন্তু গ্রাফিতিতে সুনির্দিষ্ট কোনো বিষয় রাখা যাবে কি যাবে না, এমন কোনো নির্দেশনা পাইনি। উপ-কমিটি আলোচনার মাধ্যমে দেশের সামগ্রিক বিষয়বস্তু গ্রাফিতির মাধ্যমে উপস্থাপন করেছে। ৫ আগস্ট উদ্বোধনের দিন উদযাপন কমিটির সদস্য সচিবের কাছ থেকে মৌখিকভাবে গ্রাফিতি থেকে মিটফোর্ডের হত্যাকাণ্ড এবং মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার অংশটি মুছে ফেলার নির্দেশ পাই।
তিনি আরও বলেন, উপ-কমিটিকে কাজের স্বাধীনতা দেয়া হয়েছিলো। এমন হলেতো গ্রাফিতি থেকে আছিয়ার ছবিটাও মুছতে হয়। গত এক বছরে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে! বাদ যায়নি জুলাই শহীদ পিতার কন্যাও, আত্মহননে মুক্তির পথ খুঁজেছে মেয়েটা।
এ বিষয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব মো: অলি উল্লাহ বলেন, যেহেতু জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গ্রাফিতি অংকন করা হয়েছে, এ কারণে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট বিষয়ই গ্রাফিতিতে রাখতে বলেছে প্রশাসন।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, জুলাইয়ের গ্রাফিতি উদ্বোধনের সময় আমি ছিলাম না এবং গ্রাফিতিটা আমি দেখিনি ভালোভাবে। তবে আমাদের গ্রাফিতির মূল বিষয়বস্তু হতে হবে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে। এর বাইরের কোনো চিত্র সংযুক্ত করা হলে সেটি অপ্রাসঙ্গিক হবে। হয়তো সেই দৃষ্টিকোণ থেকেই অপ্রাসঙ্গিক চিত্রগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে গ্রাফিতি থেকে মিটফোর্ড হত্যাকাণ্ড এবং মাইলস্টোন দুর্ঘটনার অংশটি মুছে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। স্মারকলিপিতে গ্রাফিতি মুছে ফেলার সিদ্ধান্ত বন্ধ করার পাশাপাশি যারা এই অপচেষ্টায় জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে শান্তির আওতায় আনা এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন বাকস্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানানো হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: