• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র ফরম জমার শেষ দিন আজ

প্রকাশিত: ১১:২২, ২০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র ফরম জমার শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র ফরম জমার শেষ দিন আজ (বুধবার, ২০ আগস্ট)। গতকাল ছিল সংগ্রহের শেষ দিন।

ডাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন জানিয়েছেন, ২৮টি পদে ৬৫৮জন ফরম সংগ্রহ করেছেন। সাধারণ শিক্ষার্থী ঐক্য জোটের ব্যানারে ফরম জমা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। ফরম সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করছে তারা। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিন সময় বাড়িয়েছে বলে তাদের অভিযোগ।

অন্যদিকে, ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। ‘প্রতিরোধ পর্ষদ’ নামে এই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

তাদের বাইরেও অনেক শিক্ষার্থী এই প্যানেলে প্রার্থী হয়েছেন বলে নেতারা জানিয়েছেন। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2