• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত

প্রকাশিত: ১৫:০৯, ২০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) সকাল থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা ছিলো। কিন্তু, মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র বিতরণ স্থগিতের কথা জানানো হয়।

এ বিষয়ে তিনি আরও জানান, রাকসু নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন হবে। গতকাল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও ধর্মঘট পালন করায় মনোনয়নপত্র বিতরণের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি।

এছাড়া নির্বাচন কমিশনের তিনজন সদস্য ক্যাম্পাসের বাইরে রয়েছে। আজকালের মধ্যে সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র বিতরণের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানান অধ্যাপক আমজাদ হোসেন। আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2