তিতুমীর কলেজে ‘পত্রিকা কর্নার’ উদ্বোধন

রাজধানীর তিতুমীর কলেজে ‘পত্রিকা কর্নার’ উদ্বোধন করা হয়েছে। তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্নার স্থাপন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, তিতুমীর কলেজে “পত্রিকা কর্নার” উদ্বোধন করতে পেরেছি—এটি সবার জন্য একটি গর্বের মুহূর্ত। এই কর্নার থেকে শিক্ষার্থীরা প্রতিদিনের খবর, সমসাময়িক ঘটনা, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে। এর মাধ্যমে আমাদের জ্ঞান বৃদ্ধি, চিন্তাশক্তির বিকাশ, ভাষা দক্ষতা উন্নয়ন এবং চাকরির প্রস্তুতিতে সহায়তা মিলবে।
জিহাদ হাওলাদারের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পত্রিকা কর্নার আমাদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে। আশা করি, সবাই এই পত্রিকা কর্নারকে নিয়মিত ব্যবহার করবে এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: