আবারও ১৪ দিন পিছিয়েছে রাকসু নির্বাচন

ফাইল ছবি
দফায় দফায় তফসিল কাঁটাছেড়া ও নির্বাচনের তারিখ পেছানোর আভাসে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। তিনি জানান, ১৪ দিন পিছিয়ে ১৫ সেপ্টেম্বেরের পরিবর্তে ২৯শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এতে ক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরা। তারা বলেন, এরইমধ্যে কয়েক দফা পেছানোর পর আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এরপর আবারও কেনো তারিখ পেছানো হচ্ছে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই বলেও জানান তারা।
অন্যদিকে, প্রধান রিটার্নিং কর্মকর্তা বললেন, ভোট পেছানো যৌক্তিক। তবে নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ নির্বাচত চান সাধারণ শিক্ষার্থীরা। এরআগে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-রাকসুর সর্বশেষ নির্বাচন হয় ১৯৮৯ সালে। সেসময় ভিপি নির্বাচিত হন বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও রুহুল কুদ্দুস বাবু জিএস। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৫ বছর।
বিভি/এসজি
মন্তব্য করুন: